Description
পিতলের তৈজসপত্র নিয়মিত ব্যবহার করলে পানির সংস্পর্শে এসে কালচে রং ধারন করে। তবে এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। নিয়ম মেনে পরিষ্কার করলেই পিতল আবার আগের মতন চকচকে হয়ে যাবে।
কিভাবে পিতল পরিষ্কার করবেনঃ
লবণ আর লেবুর রস একসাথে ভালভাবে মিশিয়ে নিন। এখন বাসন মাজার ফোম নিন এবং ফোমের মধ্যে মেশানো লবণ আর লেবুর রস লাগিয়ে নিন। এবার এটি দিয়ে পিতলের যে পাত্রটি আপনি পরিস্কার নতুনের মত করতে চান সেটি ভালোভাবে ঘষে নিন। প্রয়োজন মনে করলে পিতল এর পাত্র টি কিছু সময়ের জন্য লেবুর রসের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন। সবশেষে পাত্র টি পানি দিয়ে ধুয়ে ফেলুন। ফলাফল নিজেই দেখতে পাবেন।
তবে এই কাজে খসখসে জিনিসের ব্যবহার (যেমনঃ তারের জালি) আপনার প্রিয় পিতলের পাত্রের উপর আঁচড়ের মতো দাগ তৈরি করতে পারে এবং তাতে নষ্ট হয়ে যেতে পারে তার সৌন্দর্য।
Reviews
There are no reviews yet.